না লেখা কবিতার পিছনে ছুটে চলে
একটা গোটা জীবন;
খুঁজে বেড়ানোর নেশায়,
অকাল মৃত্যু সমস্ত সম্ভাবনার।

তীব্রতা তার চাহনিতে,
তীব্রতা তার ঠোঁটের কোনে,
তীব্রতর তার শরীরের গন্ধ
মৃগ ক্স্তুরীর পাগল করা আহ্বান।
তার কানের মতো নরম,
বড় শারীরীক তার স্প্র্শ
সেতো কবিতা নয়
শুধুই ভাললাগায় ভরা এক মানবী।

কবিতার ঠিকানার সন্ধান
আজও পায়নি যারা,
প্রেমের কবিতার সন্ধানে
তারা ভেষে চলে,
দিগন্ত থেকে দিগন্তে
কবিতার সাথে এক অনন্ত ব্ন্ধনে।