ফুট্পাথ জুরে আমার শহর
গড়ে তুলেছে এক আবাসন।
হাঁড়ি কড়াই, রান্নাঘর
মেলে দেওয়া ছেরা শাড়ি,
পড়ে থাকা বালিশ, বিছানা
সৃষ্টি সুখের আয়োজন।
বেআব্রু আমার শহর,
এক অদ্ভুত নির্লিপ্তিতে
উদাসীন চোখে পায়রা উড়ায়
আর স্লোগান তোলে প্রগতির।
ট্রাফিক সিগনালে বাচ্চা মেয়েটা
লাল গোলাপ বেঁচে,
প্রেমিকার জন্য কেনা গোলাপ
লাঞ্ছিত খাবার কেনার টাকায় ।
ট্রাফিকিং এর স্বীকার
ফুট্পাথের শৈশব কাঁদে,
পরম অব্জ্ঞায় নাগরিক জীব্ন
এগিয়ে চলে প্রগতির সন্ধানে।