ঐ মেয়েটার চোখের তারায়
ভালবাসার আদল আছে।
ঘর ছাড়া মানুষের ঠিকানা
কোথাও রাখা আছে।
ঐ মেয়েটার চোখের পাতায়,
ঝড় বাদলের হিসেব আছে,
আমরা যারা ছন্ন ছাড়া,
বেড়াই ঘুরে বিভুঁই বিদেশ;
আমাদের ঠিকানাগুলো,
ঐ মেয়েটার চুলের খোপায়;
ভালবাসার শব্দ হয়ে,
যত্ন করে লুকনো থাকে।
আসছে যারা লড়াই শেষে
ভালবাসার বাসা খুঁজে,
তারা সবাই জানলে ভালো
ঐ মেয়েটার চোখের আলো।
চোখের আলোয় ভালবাসা
চোখের কালো সজল হলে,
রাতের বিদ্যুতে ছায় মেঘলা বাতাস,
এবার বৃষ্টি নাবলো বলে।
আমার তোমার মাটির বাড়ী
ধরবে কোথায় এই ভালবাসা,
ঐ মেয়েটার কাছে চলো,
রেখে আসি সব ওর ঠিকানায়।