মিয়ানমার আজ স্তব্ধ।
মারা গেছে ছোট মেয়েটা,
ছেলেটা, আর ও অনেকে।
ওরা আওয়াজ তুলেছিল শাসকের
স্পর্ধা আর বুটের শব্দের বিরুদ্ধে।
প্রাণহীন শরীর রাষ্ট্রযন্ত্র কে
চরম অবজ্ঞায় চোখ রাঙায়;
প্রতিবাদী ভাষায় জানায় বিশ্ব কে
প্রাণ আছে এখনো বিপ্লবের
রক্তহীন শরীরের শিরায় শিরায়।
উদাসীন প্রতিবেশী শক্তিধর দেশ,
নেই আশ্রয় সীমানা পেরিয়ে।
অস্থির সময়, গুলির আওয়াজ,
হয়রান পৃথিবী, কি সাহস;
গরীব দেশের না খেতে পাওয়া মানুষের।
মিলিটারি শাসক ভয় পায়, ভয় দেখায়,
তবু শেষের সেদিন, দুরে নয়,
ভোরের আকাশের লাল আলোয়,
কান পাতলে শোনা যায়,
জয়ধ্বনি মানুষের, সংগ্রামের।