মেরুদণ্ড খুঁজে না পেয়ে বিষন্ন এক কবি,
আর এক কবিকে জিজ্ঞাসা করেন,
সত্যিই কি তোমার হাত শিকলে বাঁধা ছিলনা,
ভাল কেটেছিল শেষ সময় ?
বহু অন্ধকার পেরনো মানুষ আজ
আলোর স্বপ্নে মাতোয়ারা,
তারা চকমকি পাথরে আলো জ্বালিয়ে
জোনাকিদের হারানোর আনন্দে,
নেশাগ্রস্তের মত উল্লাসে মাতে।
উত্সবের রাতের মত্ততায়
যে মেয়েটা কাল নিগ্রীহিতা,
বিচার সভা আজ তার লজ্জার,
নগরপাল, মন্ত্রী আর পারিষদরা মিলে
ধার্য করে এক শত স্বর্ণ মুদ্রা।
কালো রাতের অন্ধকারে,
ঢাকা পরে অপরাধ;
লজ্জায় মুখ লুকয় কবিতারা।
কবিরা বিষন্ন হন না, ক্রুদ্ধ হন না,
মেরুদণ্ডের খোঁজে, দুজন প্রাচীন কবি,
দীর্ঘশ্বাস ফেলে পারি দেন অন্য দেশে।