ছিড়ে ফেলা পাতাগুলো
ডাস্টবিনের ভিতর থেকে ভেংচি কাটে,
তোমাকে লেখা চিঠিটা
গত এক বছরেও শেষ হয়নি।
ফেলে আসা জীবনের এতগুলো বছর
বেশত চলছিল তোমাকে ছারাই,
হঠাৎ ঘুরে দাড়িয়ে সব এলোমেলো করে দিলে;
শুরু আমার মন খারাপের রাতদিন।
তোমার চোখের পাতায় চোখ রেখে
কাটিয়ে যাই একটা গোটা জীবন,
প্রতিটা নিশ্বাসে তোমার চুলের গন্ধ,
এভাবেও কি বেঁচে থাকা যায়?
তোমার সাথে একটু হাটার জন্য
আমি পেড়িয়ে এসেছি হাজার মাইল;
ঘু্মহীন অনেক অনেক রাত।
তোমার চোখের কাজল,
তীব্র এক চাহনী,
বাড়ানো হাতের স্পর্শ,
ছুঁয়ে দিয়ে তোমার ভালবাসা;
আমার ভিতরে চেপে রাখা
ছোট্ট একটা কান্না;
হঠাৎ ভাষা পেয়ে প্রাঞ্জল,
আমার চিঠিতে তোমার নখের দাগ,
ভালবাসায় মাখামাখি এক কবিতা।