জুড়িয়ে আসা চায়ের কাপের মত
অযত্নে পড়ে থাকে,
ফেলে আসা বিগত বছরগুলো,
স্মৃতির ঝাপসা কাঁচের পেছনে।
প্রতিটা পাতায় পূরনো বইয়ের গন্ধ
পেড়িয়ে যাই সব মায়াজাল;
উপন্যাসের এক্দম শেষ
প্রছ্ছদে এসে থমকে দেখি;
কোন দুষ্টু ছেলে ছিড়ে নিয়েছে
শেষ পাতা।
অথবা বোধহয় কেউ ঠোঙ্গা বানিয়েছে,
সমস্ত জীবনের প্রতিশ্রুতির আড়ালে।
এখনো আকাশে চাঁদ তারা খেলা করে
সুবাতাস নিয়ে আসে জ্যোত্স্নার গন্ধ,
তোমার ঠোটের ছোঁয়ার প্রতিক্ষায়
আমার ভালবাসার সকাল সন্ধ্যে।