ফুলবউ এর মিল্লাত যখন
জীবনের কতগুলো অশ্লীল ঘটনার মোকাবিলায় ব্যস্ত,
নীললোহিতের নিলু, নীরার সাথে
নদী, পাহাড়, পর্বত পেরিয়ে ভালবাসার ঠিকানার খোঁজে।
একরাশ জ্ঞানী মাতালের অবজ্ঞা পেরিয়ে
কবি যেতে পারেন, কিন্তু কেন যাবেন?
তার চেয়ে লিখবেন এমন কিছু,
যুদ্ধের মাঝে সাদা গোলাপের পাপড়িরা
হবে জীবন্ত।
কবিতারা সাহস যোগায়,
অশ্লীল জীবনের মাঝে এসে দাঁড়িয়ে বলে
শুনছ , নাই বা হল বেশ তবু এও একরকম
ভালই তো বেশ, তোমার নাকছবির
এক ছটাক আলো, সেকি কোন
সূর্যোদয়ের চেয়ে কম?
প্রতিবাদের আগুনে পুরে ঢেকে নাও সব নগ্নতা,
পাহাড়,পর্বত সমুদ্রে নয়
ভালবাসার বাসায় ঘর আমাদের
সেখানে শ্লীল অশ্লীলের সীমানারা মিশে যায়,
করে তোলে আমাদের জীবন্ত,
কবি প্রতিবাদী হন, যৌনগন্ধি হন, অশ্লীল হন,
কবিতারা শরীরি হয়ে উঠে আঁকে জীবনের জলছবি।
ভাষার তুলির টানে মিল্লাত আর নিলু
পেয়ে যায় তাদের জীবনের ঠিকানা।