দৃশ্যতঃ নহে তবু যেন চিত্তে বাজে
তৃষ্ণার্ত থাকে চোখ
কেবলই যুক্তি নয়
কভু হোক সাক্ষাৎ কিংবা ভেসে যাক সময় স্রোতের ঢেউয়ে
তবু যেন নিঃশেষ হবার নয়
দৃশ্যতঃ হোক বা না হোক
ভালোবাসা যেন রয়েছে চিত্ত কোটরে
আষ্টেপৃষ্টে জড়িয়ে তাহারে..
সুকণ্ঠ যেন ডাকে প্রভাতেরি তন্দ্রা ঘোর কাটেনা তবুও ছটফটিয়ে ওঠে হৃদয়
সে যেন এলো দুয়ারে
বাড়িয়ে হাত করতে আলিঙ্গন
ঠোঁটের ছোঁয়ায় হারাতে কিছুক্ষণ।
অভিলাষী মন থাকে চেয়ে, আশায়
হয়না নিরাশ তবুও ফের দেখা মিলিবে না জেনেও
যাচ্ছে ভালোবেসে।