পরিশেষে তোমার তরে
বৃষ্টি শেষ হয়েছে
আকাশ টা পরিষ্কার
দু একটা ফোটা হয়তো গড়িয়ে পরছে কোথাও
মেঘ ভেদ করে নাই বা আসলো তোমার নামের চিৎকার
আড়ষ্ট কণ্ঠ যে থমকে গেছে
সিক্ত মাটিতে গুটি কদমে আর একসাথে হবেনা হাঁটা ঐ প্রান্তর জুড়ে..
জলাশয় টা অসাড় হয়ে পড়ে আছে, আজ নেই কোনো জোড়া শালিক তার দ্বারে
দুজন আজ দূর থেকে বহুদূরে
ভালোবাসার কল্পনায় ঘেরা স্বপ্ন আজ ধূসর মলিন তোমাতে আমাতে
অন্তঃপুরে শত আহাজারি তবু
দিব্যি বেচে থাকা আমাদের
এ যেনো সময়ের নিষ্ঠুর খেলার এক
কঠিন ঝলক।
তোমায় যদি আবার দেখি পরবে কি চোখের পলক? দৃষ্টির সীমানায় না থেকেও যেনো।হৃদয় কোটরের খাঁচায় বন্দী একটা পাখি
যে আমার মধ্যে থেকেও আমার নয়..।