আমার কতক চিঠি ছিলো তোর তরে,
ছিলো না তেমন কোনো বিশেষত্ব
ভালোবাসার আল্পনায় ঘেরা ছিলো শব্দ গুচ্ছ,
আমার কতক কাব্য ছিলো
বিষাদের নই
তোর জন্য সাজানো বাগানের প্রতিচ্ছবি ছিলো সে সব কাব্যে।
আমার একটা ওয়ালেট ছিলো তোর দেয়া
রেখেছিলাম তোর ছবি খুব যত্নে
তুই যে ঘুরে বেড়াতিস আমার স্বপ্নে।
আমার একটা ঘাট ছিলো রোজ বৃহস্পতিবার করে যেতাম দেখতে তোকে।
ঘাঁটের জায়গায় ঘাটা রয়ে গেছে,
রয়ে গেছে তোর বাড়িটা ও।
আমার একটা ভালোবাসা ছিলো-
পঙ্খি হয়ে উড়াল দিয়েছে সে মুক্তির আশায়..
আমি পড়ে রইলাম পথে ঝরা পাতা হয়ে।