প্রকৃতির নিভৃত পল্লীতে ঢাকা মেঘের ছায়া,
তোমার আমার প্রেম ছিলো অভিশপ্ত মায়া;
নতুন স্বপ্ন নতুন আশায় বেঁধেছি কেমন ঘর,
অভিশপ্ত বলে কি তুমি হলে আজ এতো পর;
ভালোবাসা আর প্রেম কি দুটো পথ ধরে হাঁটা,
রঙিন মানুষ রঙিন টাকা কি সেই বলির পাঁঠা;
কতো অদ্ভুত তোমার থেকে সৃষ্টি প্রেমের উদ্যান ,
আমার প্রেম তো প্রকৃতি তৈরী অনন্য অভিধান;
তোমার প্রেমে হয়েছে অনেকে প্রেমের কাঙ্গাল,
সেই তোমার জন্য আমার প্রেমে পরেছে আকাল ।।