শরতের আকাশে সাদা মেঘের ভেলা উড়িয়ে,
মা তুমি এলে এই ধরায় নব রুপে নব সাঁজে;
মা তুমি এলে ভোরের আঁধারে আগমনী সুরে,
ফুল ঝরা রাস্তায় হেটে কৈলাস থেকে ধরায় ।
প্রতিটি বৃক্ষে প্রতিটি পাতায় সবুজের সমারোহে,
মা তুমি এলে আদ্যাশক্তি নারী জাগরণে;
মা তুমি এলে মনের শত আশাও আবদার পূরণে,
আনন্দের বাঁধ ভাঙা ঢেউয়ের তালে তালে ।
অজস্র যন্ত্রণার মাঝে আনন্দের সমাধানে,
মা তুমি এলে ঢাকের শব্দে আর ঢোলে;
মা তুমি এলে কবির শব্দে কবিতার জালে,
কন্ঠে আসা প্রথম মা শব্দের শত জন্মের বাঁধনে।।