ওই কাছের ছেলেটি বিবেকানন্দ লেনের
     আজ হয়ে গেছে যেন বিবেকহীন
            সঙ্গে নিয়ে প্রতিদিন
                    বখাটে সঙ্গী
কচি বয়সে সুখে ধোয়াওঠা সিগারেট মুখে
   পাড়ার রকে বসে সুন্দরী দেখলে কষে
                চোখটিপে করে
                  কুৎসিত ভঙ্গি।
সভ্য ভদ্র লোক সবাই সংকোচে লজ্জায়
দিকবিদিক ভুলে পালিয়ে বাঁচতে চায়
        নিষ্পাপ মনগুলি হয়েছে বিষাক্ত
                   নিচ কামনাসক্ত
   ভুলে গেছে সমাজ সম্ভ্রম সভ্যতার ভাষা  
সুকোমল হৃদয়ের ভাষা সাবলীল ভালোবাসা
              অতি দীন নিষ্ঠূর হীন  
                   ভাবে করে ব্যক্ত।
(আবার) চিন্তিত বাবার আগলে রাখা শান্ত ভোলা
            যেন রাতের ভেজানো নরম সিক্ত ছোলা
                মাথা নাবায়ে চলে ভীরু পায়ে  
                          সুবোধ ছেলে         ।
অবহেলায় কাছে এসে বখাটেরা মুচকি হেসে
           টিটকিরি দেয় বিনা কোনো দোষে
            কখনোবা দেয় কান মোলে
                      কাছে পিঠে পেলে;
        তির্যক চোখে উগ্র রোখে চপল রূপসী
        হেলার দৃষ্টি দিয়া টানি যেন অজানা প্রাণী
                  গাল টিপে করিতে চায়    
                        হাসা হাসি
        এসেছে ব্যাটা যেন কলির রামকেষ্ট
        কিছুই বোঝেনা যেন ,বলি এতো ধৃষ্ট
                বান্ধবীরে ভাবে যেন
                       স্নেহময়ী মাসি।
পৃথিবীর বাতাস বিষাক্ত ভরেছে কুআশায়
স্নেহ ভালোবাসা হয়েছে যেন দূর দুরাশা
        সুকোমল ভাবনা গিয়াছে
                    ছাড়িয়া চিত্ত ;
        শুধু সবাই একা একা সুখী হতে চাই
    আর যারা তাদের নিয়ে ভাবার সময় নাই
           এত উৎসব কোলাহল মাঝেও তাই
                       একাকিত্ব।
      চারিদিকে হিংসা আর স্বার্থপরতা ভীষণ
      সবাইকে পিছে রেখে একলা জেতার পন
          ঘিরে ধরেছে লোলুপতা আর
                       ঘৃণার পাপ ;
        এই পৃথিবীতে যত আছে ধন সম্পদ
        পাবেন কেউ শুধু যেন আমারি হোক
           একা সুখী হতে চাই আর সবাই
                     নিপাত যাক।
   শোনো সুজন শোনো পৃথিবীর সুধীজন  
     শুধু নিজের নয় পাশের ঘরের কান্না
           যদি না আনে তোমার  
                      চোখে জল ;
অদূর ভবিষ্যতে পারবেনা সুখী হতে
ধরণীর যত কিছু আছে থাকুক না তোমার কাছে
          থাকলেও অফুরন্ত সম্পদ
               অজস্র লোকবল।
জেনেরেখো বীর যেই অস্ত্রে শত্রুশিবির
করিতে চাও ধ্বংস ছিনিয়ে সকলের অংশ
     হাতের মুঠোয় আনিতে বিশ্ব
                   করিয়া বিজয় ;
তার অন্তঃসলিলা সর্বগ্রাসী ভীষণ ক্ষুধার
ধীরে ধীরে তুমিও হবে নিশ্চিত শিকার
       পথ নেই বাঁচিবার হবে তোমার
               নিশ্চিত বিপর্যয়।
মা আজ তুমি শুধু আপন শিশুটিকে
আদর করিয়া বলিওনা ভালো থাকিতে
      যা কিছু তোমার করিয়া উজাড়
                     আজ  শুভপ্রাতে
প্রাথনা কর, সব  শিশু যেন হয় বড় ,
শুধু শিক্ষা নয় ,সুভাবনা সুসভ্যতাতে
       মানুষ  হোক ,না থাকে যেন শুধু
                  দুধে আর ভাতে।    
যারা ভেবেছিলো শুধু একলা সুখী হবে
যত আনন্দ সুবাতাস আছে এই ভবে
          চিরদিন বহিবে কেবল
               তাহাদেরি দিকে ;
ভুলিয়া সরল সুন্দর জীবনের সুআশা
শুস্ক করিয়া হৃদয়ের সকল ভালোবাসা
        তারাই করেছে সৃষ্টি বিবেকহীন
             বিবেকানন্দ লেনের ছেলেটিকে।
4/5/24