জনম জনম গেলো প্রিয়
তবু তুমি এলোনা
চেয়ে চেয়ে দিন গেলো শুধু
রয়ে গেলো বেদনা ।
মাধুরী মেশানো হাসি
জোছনা পুলকিত শশী
কতনা সুখের ভাবনা
মিছে গেলো, তুমি এলেনা।
কত কথা মনে গাঁথা
আশার মালায় বাধে ভাবনা
আঁখি জলে মুছে যায় প্রিয়
তবু তুমি এলেনা।
তোমার বাঁশরিতে পাষান গলে
বনের ময়ূরী রাধা রাধা বলে
স্থির নীরে মৃগ আঁখি জলে
তবুও পাষান কেন গলিলনা।
জীবন যৌবন গেলো প্রিয়
আশা লয়ে তবে প্রেম অমিয়
আষাঢ়ের মেঘের মাঝে চকিতে
ক্ষনিকের তরেও মিলিলোনা।