আসিলে ভুবনে বলো কে মরিতে চায়
হাসি মুখে এ ধরণীতে কে মাগে বিদায় ,
অনন্ত কাল হেথায় রয়ে যাবো সুখে
রূপ রস সুখ যত আস্বাদিয়া বুকে
অনন্ত শক্তিরে সাধি এ ক্ষুদ্র জীবনে ,
আনিব অমৃত যদি থাকে স্বর্গ হতে
পাতাল ভেদি 'বা সিন্ধুকে মন্দারে মথে,
স্বর্গের পারিজাত আনিব সুবাসিতে
বিষাদ ব্যাথা ক্লেশেরে চির পরাজিতে,
মুছে দেব মৃত্যুর হাসি এই ভুবনে।
মধুর লাগে সুখের পাখে অনুক্ষণ
তবুও কেন জড়া মৃত্যু দুঃখ ভীষণ
এতো হাসি এত সুখ অফুরন্ত আশা
মানবের মনে ধরে এতো ভালোবাসা
তবু জ্বলে ওঠে কেন মরণের চিতা ,
ক্ষুদ্র জীবন কালের খেয়া কেড়ে নেয়
কেন মানব মরনের কাছে অসহায়
যদি করে থাকো সৃষ্টি জড় জীব নর
তুমি তো চির শাশ্বত অজর অমর
কেন ক্ষণজীবি করেছো মানবেরে পিতা ?
ক্ষয় নাই অসীম সমবেগ আত্মার
যার 'পরে দাঁড়াইয়া আছে জীব জড়
তারই বুকেই জন্মমৃত্যু নিরন্তর
দৃষ্ট সব রূপান্তর কালের অন্তর
ক্ষয় নেই আত্মার শাশ্বত কালনাশী ,
তনু বিনে নাহি পথ সুখ আস্বাদনে
ফুল ঝরে যাবে কে দেখিবে ভুবনে
জ্যোৎস্না ধরায় দিলে আনন্দ অপার
তনুবিনে মানবের মূল্য কিবা তার
তনুদেহে জীবন যদি না অবিনাশী।