তোমাকে বেসেছি ভালো
তুমি প্রিয়তমা
রূপ উপমার মাঝে
তুমি অনুপমা।
প্রিয় অনুভবে মোর
তুমি অনন্যা
প্রিয় হয়ে আছ হৃদয়ে
তুমি সর্বত্তমা।
জীবনে মরণে আছ
চির সঙ্গীসমা
সহিছ মোর সাথে সব
দুঃখ বেদনা।
আমার জীবনে তুমি
এক সুখবেদনা
হৃদয় কাননে সুবাসিত
সান্ধ্যহাসনুহানা।
হৃদয়াকাশের জ্যোৎস্না
প্রিয় তিলোত্তমা
আমি শুধু তোমারি একান্ত
এ কখনো হয়না ।
একথা সত্য প্রিয়তমা
তুমি অতুলনীয়া
ভুবনে যা কিছু আছে
তোমার নেই তুলনা।
তুমি যদি পাশে থাকো
সুখী হই আপনা
করিতে পারি সকল
বিপদের সামনা।
তবুও একথা পরম সত্য
শোনো প্রিয়তমা
এ জগতে কেউ একা,
সুখী হয় না।
যা কিছু প্রিয় তোমার
আছে তোমার হৃদয় আশে
আমারও প্রিয়, তাই রয়েছে তুমি,
আমার সুখবন্ধন পাশে।
ভালোবেসে যদি
সুখ পেতে চাও,
করিতে চাও সত্যের সামনা
প্রিয়র প্রিয়রে বাসিও ভালো
স্থান দিয়ো হৃদয়ে
করিয়া আপনা।