চলে গেলো আর এলো না —
সুধু পথ চেয়ে আছে —
তার তরেই জীবনের সব ভাবনা;
চারিদিকে এতো ব্যাস্ততা
কে শুনবে তার কথা —
তার নিজের ব্যাকুল ভাবনা ;
চলে গেলো বলে গেলো না
কেউ বলে, কেউ বলেনা-
শুধু মরমে বলে মনের ভাবনা ।
কেউ শোনে, কেউ শুনেও শোনেনা –
কেউ মন দিয়ে শোনে–
চোখের জলে কেউ সুধায় ভাবনা ;
আর সেতো বসে আছে-
বসে থাকবে হৃদয় নিয়ে
সে হয়তো জানেনা কেউ আসবেনা ;
সে হয়তো চোখের জলে
সুধু মনের কথা বলে
তাই তোমার আমার মতো হয়না ;
অচেনা বিলক্ষন বিভ্রম
সেতো আমার মতো নয় ,
তার মতো তাই মানুষ হয় না।