তারে দেখিয়া আকুল হিয়া
        মুদিতে নারি আঁখি
নয়ন মাঝে রাখিয়া তারে
       দেখিব দিবস রাতি।
স্বপন পারে দেখেছি তারে
       মনের গহন পুরে
রূপের হাসি পড়েছে ধরা  
      চাঁদের আলো ঝুরে ।  
ব্যাকুল হিয়া আকুল তৃষা
     তাহার শোভা আঁকি
দিয়েছি আমার সকল হিয়ার
     রইলোনা কিছু বাকি।