স্বর্গ নরক মনেরই মাঝে
আকাশেও নেই দেবালয়
সূর বৃদ্ধিদীপ্ত আলোয় বিরাজে
মনের মন্দ অসূর হয়।
আকাশ হতে আসেনা দেবতা
মানুষ হতেই দেবতা হয়
গুন্ কর্মে মহান যিনি
পথের পাথেয় সবার সহায়।
অসূর মনের মানব যারা
ভ্রষ্ট চলন জীবন ক্ষয় ;
দেবতা যারা চরিত্রে দীপ্ত
সুখী জীবনের পথ দেখায়।
দেবতার মতো যারা মহান
পৃথিবীতে যাদের জয়গান
মানুষ হয়ই জন্মে তারা
স্বর্গ নয় তারা পৃথিবীরই দান।
তেমনই দুঃখ কষ্ট বেদনার
হোতা হয় সে সৃষ্টি হারা চলনার
অসূর মনের মানুষ যত
ধরায় রেখে যায় বেদনার ক্ষত।