আপন পর হয়ে যায়
   চাওয়া পাওয়ার আশায় ,
প্রিয়জন ভালোবাসা পেয়েও
   কাছে থেকে দূরে সরে যায় ;
   আবার শুধু চাওয়া পাওয়া
  ভালোবাসার দোদুল্যতাই নয়,
      মনের বৃত্তি ফিনকি মেরে
    পশুর মতো জীবনকে তাড়ায়।  
যদি পারো বাসতে ভাল
    আপন হবে সকল পর
নিজের বাসটি শুধু নয়
    দুনিয়াই হবে নিজের ঘর।
ভালো চেয়ে ভালোবেসে
      নিজের সুখ কখনো চেওনা
  সবার সুখে সুখী হওয়াই
      জীবন সুখের মুল দ্যোতনা।