কত লোক মোদের আসে পাশে
          কত বাড়ি ঘর
কিন্তু বুঝিনা কে কার আপন
          করা সব পর।
চোখ বুঝে ভাবি যবে কে আমার
     পর কেউ আছে নাকি ?
পাইনা খুজে কারেও একান্ত আপন  
   চোখ খুলে দেখি একাকী !
কত ভালোবাসা কত কাদা হাসা
        চোখে মুখে আঁকি ?
শুন্য বাসা শুধু বুক ভরা আশা
       আর গাল ভরা ফাঁকি।