মেরুপ্রান্তর আজি শুভ্র ভুধর
    জ্যোতির কিরণ মাঝে,
তুষার ধবল আলোর মালায়
    গিরির কিরিট সাজে।
কাঁপিছে ভুবন হিমেল পরশে
  তুষার রেনু বাতাসে ভাসে
রবির কিরণে চাঁদের আলোয়
শুভ্র জ্যোৎস্না দিবসে হাসে।
নিল আকাশের ধবল জ্যোৎস্না
আজি পাথর কীর্ণ ভূমির পড়ে
     সহসা যেন এসেছে নেমে ;
গাছে ফুলেফুলে নদীর কূলে কুলে
পথরজে  তুষাররেণু উঠেছে মেতে
    শুভ্র আলোক জ্যোতির প্রেমে।
    আকাশ হতে শুভ্র বালিকা
   ধরণীর ভালে শ্বেত মালিকা ,
    সুহীম বায়ুর সাথে সাথে ধায়
     পড়ায়ে দিয়ে যায় চপল পায়।