গোধূলি লগ্ন হয়েছি মগ্ন
নয়ন পলকহীন
মেঘের ভেলায় রবির বিদায়
শেষ হলো যে দিন;
দিগন্তে লাগে রক্ত রেখা
আকাশে লাজুক হাসি
মিষ্টি আলোর কালোচুলে
সন্ধ্যা নামিল আসি।
আকাশ বাতাস ধরণীর শ্বাস
তরু নদীনির জল ,
মৃদু আলোআধারে রোমাঞ্চিত
মোহিত মুগ্ধ নিশ্চল;
মুগ্ধ নয়নে নীরব বয়ানে
চাহিয়া সবে আকাশের পানে
মন্দ্র সুর হৃদয় বিদুর
অনির্বোচনা সন্ধ্যা রানীর গানে।।