নিদ্রাহীন রাতে চোখের জলে  
কতদিন মাথার বালিশ গেছে ভিজে ,
কতযে কেঁদেছি নীরবে একা বসে
মনে নেই জানিনা এখনো নিজে ।
কেই মূল্য দেয়নি- কোনো মূল্যও নেই-  
নোনা জলে ভিজে গেছে বাগানের মাটি,
তবু  সেই ভেজা মাটিতে জন্মেনি চারাগাছ
আজো হয়ে আছে শুস্ক বালি -একেবারে খাঁটি ,
শুধু বুক ফেটে যাচ্ছিলো -যেন  সীমাহীন ব্যাথা
বোঝাতে পারেনি  কারেও আমার মুখের কথা ।
একসময় শুকিয়ে গেলো চোখের জল -
তবুও শান্ত হলোনা মনের ব্যাথার অনল ,
কিন্তু মনে হলো কান্না আমায় করেছে দুর্বল ;
নিজেকে দিলাম কঠিন আঘাতে দিলাম মনের দন্ড-
আমি সব গুড়িয়া পৌছাবো সূর্যের কাছে  দীপ্ত তেজে
দুর্দম বেগে মনের মাঝে শক্তিশঙ্খ উঠলো  বেজে ,
      আমার ভেতর থেকে এমনি করেই -