জীবন যেন মরুভূমি
আশার আকাশ ঊষর
ধেয়ে আসে দুর্দম
বারিহীন আগুনের ঝড়।
নাই বারি পিপাসার
নাই শান্তির নীড়
কাটা বিছানো তপ্ত শয়নে
বিঁধে রয় বেদনার চির।
কোথায় সুখের সাগর
কোথায় আনন্দ ধরিত্রীর
বয়ে চলে কোথা সুখের গান
কলতানে শান্ত নিদিনীর।
কোথায় জীবন সুজলা সুফলা
ভরে থাকে আনন্দ হাসি
কোথায় সেই সুখের জীবন
বাজেনা বেদনার করুণ বাঁশি।
কোথায় নেই শিশুর ক্রন্দন
মাতার ভালে চিন্তার মেঘ
বৃদ্ধ জড়ার বুকে নেই চিন্তা
হতাশা বেদনার বেগ।
হে পিতা জগতের স্রষ্টা
এমন মতি দাও মানবেরে
সুখে থাকুক সবাই দুনিয়ায়
বেঁচে থাকুক সকলের তরে।