জগতে সব কিছু হেথায় বাধা সীমায়
যারে বলে মায়া
যা কিছু দেখা যায় চোখের আলোয়
সব কিছু ছায়া ,
আসল সত্য সদা যায় না কভু দেখা
রয় আঁধারে অদেখা
এমনি সৃষ্টির রহস্য সদা রয় অন্তরালে
নীরব গোপনে লেখা।
দেখি সুন্দর অবারিত নীল আকাশ
তাতে কোনো রং নেই
অন্তরীক্ষ আকাশ ছায়াপথে তারারমেলা
ভাবনা হারায় খেই।
বস্তুর শরীর শুধু নয় আছে অদেখা হৃদয়
অনন্ত ভাবের আধার
হৃদয় ভাবতে পারে সীমা ভেদ করে
অনুভবে অসীমের পার।