আজ এই শ্রান্ত শ্রাবন দিনে
আধার ছাইলো আকাশ রবি হীনে
বাদলের ঘনঘটা দামিনী সনে
সিক্ত ধরণী শ্রাবনের বরিষণে।
আসিছে মনে কত বিস্মৃত কথা
নাজানি কতসে পুরানো ব্যাথা
আজি ঝড় ঝড় বৃষ্টির মর্মরে
দমকে স্মৃতি দামিনীর ঝংকারে।
কেযেন বলেছিলো কবে হবে দেখা
কাহারে বলেছিনু বলিব তাহারে কথা
কোথায় সেদিন শুন্য আজি সব হেথা
রয়ে গেছে হৃদয়ে হয়ে মধুর ব্যাথা।
সবারে যেন মন ফিরে পেতে চায়
আখির আলোকে তারা ডেকে যায়
নিরালায় স্মৃতিভারে বিধুত হিয়ায়
আকুলি উঠে মন অব্যক্ত বেদনায়।
জীবনের আকাশ হতে বৃষ্টির মতো
সবই কি একে একে ঝরে পরে যায়
শ্রাবনের লুকোচুরি শেষে মেঘ চলে যায়
নীল আকাশ যেমন রয় একাকী নিরালায়।