নবীনা কিশোরী পরমা রূপসী
হৃদয়ে প্রেমের অরুণ উষশী  
অনুরাগ মগনা যৌবনবতী
মেনকা ললনা গিরির পার্বতী
                   হরবল্লভী হতে অভিলাষী,
দুনয়নে ধায় মদনের তীর
ত্রিনয়ন ভেদী পশে শিবশির ;  
ষড়ৈশ্বর্য যার,কামনা তার ভৃত্য
শিরপরি মদনের মরিবার নৃত্য
                     ব্যর্থ গৌরীর মলিন হাসি ;
ধিক এ যৌবন ধিক রূপরাশি
যদি প্রাণপ্রিয় না হয় পিয়াসী ,
তনুস্বর্ণপাত্রে রূপ অনঙ্গরসরাশি
অপেয়,যে নহে কাম লোভবশী,
                      কন্দর্পশাসি ত্যাগসুখ বিলাসী ।
ব্যর্থ অভিলাষে আশাভঙ্গ বিবসে
ভগ্ন হৃদয়ে নয়, কঠিন প্রতিজ্ঞায়,
জপমালা গলে বাঁধি বক্ষ যুগলে
স্বেতরক্ত-বর্ণ-শালী-তরুবল্কলে
                   তরুণী রূপসী প্রেম ভিখিরিনী ;
ছাড়ি রাজবেশ কলাপহীনকেশ
তৃণের মেখলা কটিতলদেশ
মনি মুক্তহার মহার্ঘ অলংকার,
শিব নাম সার  জপমালা হার    
                     শীর্ণা অপরূপা জটাধারীনী ;
তাপসীর বেশে গিরিবন দেশে
গিরিকন্যা একলা আজানা দেশে
কঠোর সাধনে লভিতে হর হিয়া
যোগিনি হলেন ত্রিলকেশ্বর প্রিয়া
                       সত্যশিব প্রেম পূজারিণী।