রেখেছি গাঁথিয়ে তাহার লাগিয়া  
                সুবাসিত বনফুলমালা
দিবো গলে আসিলে ভরিয়া
                 সাথে প্রেম সিঞ্চিত আলা।
  কত সাধিলাম তাহারে তবুতো
                 অসিলোনা আজো বনমালী
   দিবস রজনী অসনবসনবিনি
                  আনন শুকায় হইল কালী ;  
  এমনি পাষান সেজে  কেমনে  
              বোঝাবো আমি যে ব্রজবালা ;
   জনম  ধরিয়া কাঁদিয়ে  মরিনু  
            অসিলোনা পাষানহিয়া কালা ।
মাধবী লতার সনে গাহি শ্যামহরি  
             সেজে জীবন উৎস বারি
বিহনে তার শুকায় সাধ আল্লাদ
            জীবন, মরণের মতো ভারী ,
কেমনে বোঝাবো শ্যামের বিরহ
            জনমে মরনে  কিযে বিষম জ্বালা ।