দেখিয়া কেবলি নয়নে হেন
বিয়োগ বিধুরা হয়েছি কেন
ছিলকি ললাটে এমনি লেখা
হবেযে তোমারে প্রথম দেখা ।।
হৃদয় যাহারে খুজিছে সদা
পাবযে তাহারে আসিয়া হেথা
দেখিয়া তাহারে আঁখির 'পরে
নিশির স্বপন দেখি ভূধরে
মনের পাষান গলিয়া ঝরে  
হৃদয় নির্ঝরে রুধিতে নারে।।
এমনি আশীষ দিয়োগো মোরে
দেখেছি যাহারে প্রনয় প্রাতে
হয় যেন সে আমারই  সখা  
জীবন যৌবন জ্যোৎস্না রাতে।।
তোমারি লাগিয়া রেখেছি এঁকে
যৌবন নিশির স্বপন দেখে
সুখের সকল মুকুল দল
ফুটায়ে প্রিয় করিও সফল।।