নিশিদিন নিরন্তর যারে যাচে আন্তর
এত এত ভালোবাসি
যারে স্মরিয়া মনে শয়নে জাগরনে
দেখি অনুরাগের হাসি।
তবু কেন সে যে হায় আর কারে পেতে চায়
আমারে যেন চায়না ;
সেও যারে ভালোবাসে নিশিজাগে যার আশে
সহে অবিরত বেদনা;
দিবানিশি নিষ্ফল সেও ফেলে আঁখি জল
বৃথা আর কারো তরে ;
মিছে আশে বয়ে যায় জীবন যৌবন হায়
সুখ মেলেনা অবনী পরে ।
জানিনা ধরায় হায় কে কাহারে পেতে চায়
সলিল বাহিয়া নয়নে ;
কার লাগি উন্মনা কারে করিছে ছলনা
ছলনাময়ী মায়ার ভুবনে। "
মহান কবি ভর্তিহরি বলেছেন :
यां चिन्तयामि सततं मयि सा विरक्ता, साऽप्यन्यमिच्छति जनं स जनोऽन्यसक्तः।
अस्मत्कृते च परितप्यति काचिदन्या, धिक् तां च तं च मदनं च इमां च मां च।