পেরিয়ে এসেছি দীর্ঘ পথ
এই ক্ষুদ্র জীবনে ;
কত ব্যাথা নাজানি
কত বিনিদ্র রজনী
কষ্টের পথ কত
সহিয়া হয়েছে গত
শুধু বাঁচিবার টানে।
অবশেষে সেই সুখের দিন
দিয়েছিলো দেখা ;
অর্থের আগমনে
এসেছিলো সুখ মনে
(কিন্তু) অনর্থ সংগোপনে
এসেছিলো জীবনে
কপালের লেখা।
কত রকমারি ব্যঞ্জনে
উপচে পরে থালা;
(কিন্তু) বিষম বিপদ
কোন বিষজ্বালা
রোচেনা অন্ন সুখে
বেদনার বেলা
পেরোয়না গলা ;
যার তরে করেছি আজীবন
পথেরে গৃহ ;
কাটাকে করেছি
হেসে গলার মালা
সয়েছি নিদারুন কষ্ট
ব্যাথা বিষজ্বালা
(তবু) নহে মোর কেহ।
আমার আশার ভালোবাসার
দুঃখহ বেদনার
তারা কেহ নয়,
আমি সাথী শুধু
সুখ বিলাবার
পুরীতে জীবনের
আশা আকাঙ্খার।
এ কোন অভিশাপ ভীষণ
আমার জীবনে;
ভগবান জানিনা
করেছি কি অন্যায়
ভুল করে কখনোবা
মনের অজান্তে
কিংবা অজ্ঞানে।
যত ভুল করেছি ভগবান
যত করেছি পাপ
দাও শাস্তি কঠোর
এজীবনে ধুয়ে যাক
পরজন্মে যেন
জন্ম হয়ে মোর
হয়ে নিষ্পাপ।