এজগতে কিসে হয় পুন্য
আর করেইবা বলে পাপ
আছেকী এমনই কিছু
যাদিয়ে করা যায় পরিমাপ?
যে ভাবনা যে কর্ম
জীবনে আনে সুবর্ধন
পুন্যতে হয় সুগমণ
বিপরীতে পাপে অধগমণ।
স্বর্গ নরকের চিহ্ন নাই
আকাশে কিংবা পাতালে
মনের মাঝেই আছে পাপ পুন্য
স্বর্গ নরক বিশ্রীষ্ট ভাবনার জালে।