মানুষ পৃথিবীর শ্রেষ্ট জীব
তার ওপরে আর কেহ নাই  
মানুষ আজ যা করছে কাজ
  গুলিয়ে দিচ্ছে ভাবনাটাই।
যদিনা আক্রান্ত হয় কখনো
পশুও করেনা আঘাত অন্যেরে      
  আজ সবল পিষে দেয় দুর্বলেরে  
  শুধু পেশি আর সংখ্যার জোরে।
    দুহাত তুলে যে অসহায়
    কেঁদে কেঁদে ভরসা চায়
  তারই ঘরে ঢুকে হেসে হেসে
    ধন সম্পদ লুটে নিয়ে যায়।
   যে অসহায় অরক্ষিত মা বোন
  ভাই বাঁচাও বলে বাঁচতে যায় ছুটে  
  ভাই নরপিশাচ তাই হিংস্র লালসায়
  সেই মা বোনরই সম্ভ্রম নেয় লুটে।
   কি করে তোমরা মানুষ হয়েছ
   মানব শরির নিয়ে মানবতা হীন
   পশুর লালসাকেও মানিয়ে হার
    নরকে বিলাসিছ পিশাচের অধীন ?    
  মানুষ তুমি পশুর চেয়েও এতো নিচ
   কেমন করে হলে বলো দুনিয়ার
   কোন স্রষ্টা তোমাকে করেছে মানব
   উত্তর নেই তাই প্রশ্ন করি বার বার।