আমার চলা আমার বলা
যদি না লাগে মনেতে
আকাশ পানে চেয়ে চেয়ে
শুনে নিয়ো কান পেতে ;
সন্ধ্যা তারা সুধায় কিযে
নীরবে গানের মেঠো সুরে,
মিঠে আলোর আঁধারে মন,
হারায় কোন অজানা পুরে ;
শুধু চোখের দেখা নয়গো '
নয়তো শুধু মুখের কথা,
খুঁজে পায়না হৃদয় আমার
বলতে সকল মনের কথা।
যদি নিশিরাতে তোমার পাশে
ফুলের গন্ধ একলা ভাসে,
সেজে নীরব মনের সুখের কথা
একলা প্রাণের নয়তো গোপন ব্যাথা।