আছে যার সম্পদ সঞ্চয় অফুরন্ত
পারে কি সে ভোগ করিতে অনন্ত ?
অতি অনিশ্চিত জীবন ক্ষনিকের
ক্ষনে ক্ষনে বাড়ন্ত আয়ু মানবের।
দীন শরীরে যাকিছু নিয়ে ভোগকরে
তুল্যমূল্য সমান তাহা কুবেরের ঘরে,
পৃথিবীর সম্পদে ধনীজন সুখী নয়
চাঁদেরেও ঘরে আনিয়া রাখিতে চায় ;
মূল্যহীন তনুবিন সব অমূল্য রতন
না রহিলে দেহ কিহবে যক্ষের ধন ।
আসিলে সমন কে পারে রুধিতে
প্রিয়তনু ছাড়ি  হবে পারি দিতে
রহিবে পড়িয়া  সব  ধূলিতলে ;
ধন সম্পদ সুখআশা পরিজন
ঘুম ঘোরে দেখা নিশির স্বপন
ডুবে যায় সব অনর্থের জলে।