ব্যবসা মূল অর্থ বি+অব+সো+অ
       বিপদে ত্রাণ করা সমাজকুলে ,
আসল অর্থ সব হারিয়ে গিয়ে
    সেবার কথা গেছে সবাই ভুলে ।
শুধু বিজ্ঞাপনে ভুল বোঝালেও
        দুঃখ নেই একটুকুও এদের
তুলে নেয় মিথ্যাছলে চতুরচালে
    কষ্টার্জিত যত পয়সা সকলের।
ব্যাবসা কথাতেই আছে সেবা
     অনেকে যাকে করেছে জীবিকা
আজ যাচ্ছে ধেয়ে চিরিদিকে  
     আমাদের সব পাপের কূলে ,
নেইকো বিচার ভালো মন্দের
     ন্যায় নীতি গেছে সব ভুলে ,
মহান পেশায় সেবার পাশে
এলো যবে শুধু ,মুনাফা মুলে।