মরণের পদধ্বনি শুনতে পাই
পথে যেতে যেতে
মসৃন সরল সবুজ পথ তাই
চাহিনা আর খুঁজিতে।
যত বন্ধুর কঠিন হোক না কেন
পার হব নিশ্চয়
ভেঙেছি বাধা এসেছি অনেক দূর
নেই কোনো ভয়।
জগৎ জীবন সুধু গতির চলন
মৃত্যু মানেই থামা
যদি হেরে যেতে চাই থেমে যাব
ক্লান্তির নেই ক্ষমা ।
নদী মরে যায় স্রোত থামে যেথায়
মরণ মনের ক্লীবত্বে
জীবের অস্তিত্ব সুদৃঢ় হয় প্রতিদিন
জীৱন চলার বীরত্বে।
কিছু মেলে না সুখের সন্ধানে
কষ্ট আছে শাশ্বতর আহ্বানে
যদি ভুলে যাই সুখের ভুবনে
দুঃখ বেঁধে রাখবে পেছনে।
সকল ভুলে যেতে হবে তূরীও গতিতে
ন্যায় নিষ্ঠা পথের সত্য
ঐ মর্মর মৃত্যুকে নাসিয়া ধসিয়া
লভিতে হবে অমৃতত্ব।