এই কি শেষ দেখা আমার চোখে
মনের আয়নায় ছবিগুলি হয়তো থাকবে লেগে
কথাটা সুখকর কিবা বেদনার, নেই মূল্য তার
ভাবনার স্পন্দন নির্বাক ঠোঁটে থাকবে লেগে।
কেজানে কখন এসে যাবে সেই সময়
হয়তো পাবনা সময় বলতে বিদায়
নাড়ির স্পন্দন যদি কখনো থেমে যায়
যে কথা চেয়েছি বলতে হয়তো আসবেনা সেই অবসর
যেকাজ ভেবেছি মনে হয়তো হবেনা শেষ
মনে হয় জীবনটা খুব কম সময় ।