ভীষণ দুঃখ, অর্থাভাব ,আমাদের এই জগতে
নেই যার অনুভবে ,খেতে পড়তে সবেতে ,
কিন্তু অভাব বোধ আরো কষ্ট ;
লোভের বশে পাবার আশে আরো বেশি দুর্ভোগ
সব কিছু থেকেও কিছুই হয়না তাদের ভোগ
মিথ্যে দৌড়ে জীবন হয় নষ্ট।
হোকনা কেন শুন্য হাত পূর্ণ হোক হিয়া
বেঁচে থাকার জন্য যা লাগে ততটুকুই নিয়া
এমন করে সদা রেখো মোরে;
কোনো প্রলোভনে কখন হই না যেন বিস্মৃত
আমার বিবেক থাকে যেন এই সত্যে জাগ্রত
বাধা না পড়ি মিছে আশা ডোরে।