মেঘ মেদুর অম্বরে গহন নিশির আঁধারে
ঢুলিছে আষাঢ়েরঘনধারাবারি
বনপথ আছে ভরে তাল তমাল নিকরে
ভীরুপদে প্রতিক্ষ্যে শ্যামল প্রহরী।
যেন আজি মহাক্ষনে প্রিয় আসিবে সদনে
কম্পিত অধরে ধরে রূপরাশি
আকুল তৃষার ধরণী আংকিছে শুভ আগমনী
গুরুগুরুগর্জন সয়ম্বরবাঁশি।
অম্বরে জাগিছে আসি দুর্দম তেজোরাশি
সঘনে জ্বালেদ্বীপ সৌদামিনী
আজি ধরার সয়ম্বরে জলধরে প্রিয় অম্বরে
হরষে নিখিল বিনিদ্র রজনী।