মানুষ ভাস্কোদাগামা
শুরু করেছিল সন্ধান
জীবন জ্যোৎস্না রাতে
এক রমণীয় স্থান ,
যেখানে সুখের চোখ
মুহূর্তেও ফেলেনা পলক
গতি হবে চল চলমান
স্থিতিতেও সুখ বহমান।
সুখ সন্ধানের পথ
আজও হলোনা শেষ
নিশির আঁধারে নরকের পারে
খুঁজে ফেরে অনিমেষ,
যেই রমণীয় পথ বেয়ে
আনন্দের স্রোতে ধেয়ে
মনের আয়নায় চেয়েছিলো
অবিনশ্বর সুখের স্বর্গ ,
ভ্রান্তির চপল হাসি
ইচ্ছেরে করে দিয়ে বাসি
টেনে নিয়ে যায় নরকে
খুঁড়ে খুঁড়ে কামনার মর্গ ।