আজ মধুর বসন্তে একলা নীড়ে
জুড়াইছে তনু মন শান্ত সমীরে।
মুখরিত ধরণী বসন্ত গানে
তরুর আনন্দ কুসুমের ঘ্রানে ,
কোকিল কুঞ্জিত মধুকর গুঞ্জিত
চঞ্চল অলি কাননে কাননে।
এমনি কোন এক বসন্ত সন্ধ্যায়
বুঝি রাই শুনিয়া শ্যামের বাঁশি
বিগলিত অঙ্গে ললিত বিভঙ্গে
যমুনা পুলিনে দাড়ায়েছিলো আসি;
আনন্দে ভেসেছিল ওই নীলাকাশ
কম্পিত রোমাঞ্চিত যমুনা বাতাস
ধরণীর সেই সুর আজ বুঝি হায়
দোলা দিয়ে যায় হৃদয়ের অন্তরে।
26/4/24