নীতিমালা উপদেশ  কত লেখা আছে
নীতির কথার অভাব  নেইকো সমাজে,
ইস্কুলে দেবালয়ে   কত বলা আছে
নীতির প্রকাশ তবু  নেই কোণো কাজে।
বইয়ের পাতায় থাক ভালো কথা যত
আমরা সবাই চলি  আমাদের মতো,
পড়লে বিপদে শুধু  মনে পরে যায়
এগিয়ে এলোনা কেউ আমার ব্যাথায়।
যেমন এলে চোর সবে  বলি ধর ধর
কিন্তু সাহস করে কেউ যায় নাতো আগে ,
বিপদে মস্তিস্ক যেমন আসে নাকো কাজে
অনিষ্ট সব ঘটে যায় বিবেচনার ফাঁকে।
গড্ডালিকা প্রবাহে চলে যার জীবন
হয়না কখনো তার  সাধের পূরণ
যতই জ্ঞান সুচিন্তা  থাকুক না কেন
কর্মে প্রসূত না হলে  মূল্য নাই জেনো।
হতে পার তুমি রাজা  মনের বনে
মিটবেকি সাধ তাতে  বাস্তব ভুবনে ?
কর্মহীন চিন্তা সব  দুঃখের প্রসূতি
জ্ঞানী গুণী বলেছেন  সত্য কথা অতি।