মনের গহন মাঝে
      ভাব কানন বিরাজে
তারই তরুর শাখে
      কত ফুল ফোটে নিতি,
ঝরে যায় কত হায়
      কেবা করে খোঁজ তার;
কার চোখে লাগে জল
         পান করে হলাহল
বহে জীবন ভরিয়া
          কত ব্যাথা বেদনার ।
কত ফুল ঝরে যায়
       ফুলের বাগানে হায়
এমনি মনের বনে
       কত ভাবনা শুকায় ;
হয়তো সেই ভাবনা
      ছিল এমনি অনন্যা
শকুন্তলারই মতো
          কাব্য কথা হয়ে যেত ;
ভোরের শিশিরের মতো
           কোমল ভাবনা কত
হারায় মনের তলে
           কবিতার আত্মাহুতি
ভাবনার কোলাহলে,
           ক্ঠীণ জীবন জলে
কত যে রম্য হৃদয়
             সমাধি দেয় সলিলে ।
কতনা  ভাবনা  আসে
      মনের নীল আকাশে
শুকায়ে  যায় নিদাঘে
       জীবন ঊষর 'বাসে ।
ফুটে ওঠে মন ফুল
      ফুলেল কবিতা হয়ে ,      
নিবিড় কোনো আনন্দে
  (কিবা)  কঠোর বেদনা সয়ে ;
মনের অলোখ্যে কত  
            মনোপরি উড়ে যায়
পারে না ধরিতে হায়  
             কবিতার রম্য লেখায়
এমনি  ভবনা কত
             পায়না  কবির  কথা  ,
লুকোচুরি  করে  যায়
               ক্ষনে ক্ষনে হারায়
অজানা রয়ে যায় কত
              কবিতার আত্ম কথা   ।