কবিতা তুমি কি শুধু ক্ষনিকের
তুমি কি শুধু ভাবনার হিন্দোল,
মনের সৃষ্টি সুখের উল্লাস নন্দনায়
সৃষ্ট তুমি ক্ষনিকের মানস ধরায়,
সেতো আমার হৃদয়ের স্পন্দন
নির্মিমেশ মনের উত্থান পতন;
সিন্ধু উর্মি অস্তিত্বহীন ক্ষণজন্মা
জলঅন্তক্ষোভ সৃষ্ট বক্রকলাপ
কিন্তু নিমেষেই হয় অস্তিত্বহীন,
তবুও কত মহীয়ান তুমি উর্মি ;
ক্ষনিকের রূপ যদিও অস্তিত্বহীন তুমি –
তবুও তুমি জল নও নিমেষের জলোর্মি ;
যেমন ঘুম বিনা স্বপ্ন এক দুঃস্বপ্ন
তবু স্বপ্ন ঘুমের চাইতে রোমাঞ্চকর
যদিও হৃদয় বিনা কবিতা তুমি অর্থহীন
তবু হৃদয়ের চেয়ে রোমাঞ্চকর চিরদিন।