আনন্দ রাঙ্গাইল খুশির দোল
মধু মাধবে আজি হৃদয় উতল।
যার তরে হৃদয় চির বিরহিনী
বিরসে রাধার ন্যায় যোগিনী
শ্যামল কিশোর প্রিয় নটবর
এসেছে কুঞ্জে মুছিয়া আধার।
রাসরঙে জাগিব রাতি নিধুবনে
শামের বাঁশি বাজিবে কাননে
বাজিবে নুপুর ঘন রিনি রিনি
বাজিবে কংকন কিংকিনি
প্রিয় রসরঙ্গে আনন্দে মজিব দোল
হৃদয় বাজিছে আজি মধুর মাদল।