মোরা চাইনা কভু কষ্ট নিতে
করিযা কিছু সব সুখ পেতে।
সব হয়ে যাক মনের মতো
দূর হোক সব কষ্ট যত।
এমন স্বর্গ কোথায় আছে
ইচ্ছের ফুল ফোটে গাছে ?
কর্মহীন সব আশার ফুল
বেকুব নেশার মস্ত ভুল।
খুশি হই শুধু অন্যরে দিয়ে
দুঃখ কষ্ট মান অপমান যত
নিজে পেলে হই অগ্নিশর্মা
নয়তো হই বেদনায় নত।
যা পেয়ে হতে চাই সুখী
অন্যের থেকে করি আশা
যদি তেমন করি সবার তরে
হৃদয়ে উথলি ভালোবাসা ;
মিটিয়ে দুনিয়ার সংঘাত যত
আমাদের পৃথিবী স্বর্গ হতো।
কষ্ট দিয়ে যে সুখ চায়
সদা দুঃখ তার পিছু ধায়
কষ্ট সয়ে যে জন চায় না কিছু
সাথী হয়ে সুখ ধায় তার পিছু পিছু ।