নিজ আত্মা হতে,আলোক জগতে,
শত কোটি বর্ষ করিয়া বিকিরণ,
ভরায়ে বিশ্ব, জলে স্থলে,ফুলে ফলে
তারকা স্বেচ্ছায়,মৃত্যুরে করে বরণ।
দেওয়া নেওয়া জীবনের খেঁয়া,
হিসাব করেনা যে,স্বতই মহান,
সবার মাঝে একই সত্তা বিরাজে,
যবে,এসত্য হয় প্রতীয়মান;
আপনার যাকিছু সব, অকাতরে,
সকলের তরে,করে সে যে দান।
স্বার্থ মগ্ন,আমাদের ক্ষুদ্র হিয়া,
মরিতে চায় ভালো মন্দ খুঁজিয়া ;
অন্ত শেষে অনন্ত খোঁজে, যে জন,
ধন্য হয়,সীমার মাঝে অসীম দেখিয়া।